Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ঘটনাসমূহ

উপরিউক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, ২০২৩-২০২৪ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় অত্র উপজেলায় অভ্যন্তরীন জলাভূমি এবং বর্ষাপ্লাবিত ধানক্ষেত/ প্লাবনভূমি/ প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তি কার্যক্রম বাস্তবায়ন করা হবে। পোনা মাছ অবমুক্তির জন্য ১০-১৫ সেঃমিঃ আকারের সুস্থ, সবল, জীবিত রুই, কাতল, মৃগেল, কালিবাউশ, ঘনিয়া মাছের পোনা আনুপাতিক  হারে সরবরাহ প্রয়োজন।

এমতাবস্থায়, প্রয়োজনীয় সংখ্যক পোনা মাছ সরবরাহ সম্ভব কিনা এবং প্রতি কেজি মাছের দর হার প্রদানের জন্য অনুরোধ করা হলো।